3:48 pm , September 7, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল জেলা ও মহানগর জাতীয় যুব সংহতির উদ্যগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির সদর রোডস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা, বরিশাল মহানগর জাতীয় পার্টি আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। এতে সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতি বরিশাল জেলার আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত। উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এ্যাড এম এ জলিল, বরিশাল মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তম আলী খান, ফোরকান তালুকদার, মহানগর জাতীয় পার্টি যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান চৌধুরী কামাল, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য একেএম মোস্তফা, বরিশাল মহানগর জাতীয় যুব সংহতি আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা জাতীয় যুব সংহতি সদস্য সচিব আলামিন চিশতি, মহানগর জাতীয় যুব সংহতি যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মোল্লা, যুব সংহতি মহানগর নেতা কাজী হান্নান, ডালিম হাওলাদার, জুম্মান হায়দার, আলামিন হোসেন প্রমুখ।