3:46 pm , September 7, 2023

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ এক আওয়ামী লীগ নেতার গুদাম সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সিলগালা করেছেন ট্যাগ অফিসার মোক্তার হোসেন। উপজেলার কলসকাঠী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ওই ডিলার হলেন মনির শরীফ।
স্থানীয়রা জানান, কলসকাঠী ইউনিয়নের মুদিঘাট এলাকার আওয়ামী লীগ নেতা মনির শরীফের গুদামে চাল মজুদ দেখে ইউএনওকে খবর দেয়া হয়। ইউএনও সজল চন্দ্র শীল সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে ঘটনাস্থলে গিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির চালসহ গুদাম সিলগালা করার নির্দেশ দেন। ট্যাগ অফিসার ৩০ বস্তা চালসহ গুদামটি সিলগালা করেন। ট্যাগ অফিসার মোক্তার হোসেন জানান, ডিলার মনির শরীফের দায়িত্বে ৬০২ টি কার্ড রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে কার্ড প্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ পেয়ে তিনি ৩০ বস্তা নুরজাহান নামের প্লাস্টিক ব্যাগ ভর্তি এবং ২০ বস্তা সালাম সুপার চালসহ একটি গুদাম সিলগালা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, বস্তা ভর্তি চাল সরকারি কিনা তা পরীক্ষা করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তার ডিলার বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।