বরিশালে প্রায় পৌনে ৫ লাখ মিটার কারেন্ট জাল সহ আটক ৪ বরিশালে প্রায় পৌনে ৫ লাখ মিটার কারেন্ট জাল সহ আটক ৪ - ajkerparibartan.com
বরিশালে প্রায় পৌনে ৫ লাখ মিটার কারেন্ট জাল সহ আটক ৪

3:44 pm , September 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল নৌ-পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে কারেন্ট জাল সহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশালের কীর্তনখোলা ,কালাবদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত অভিযান পরিচালনা হয়। এসময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ৪ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল সহ চারজনকে আটক করা হয়। বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বৃহস্পতিবার কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌ পুলিশ পৃথক অভিযান চালায়। এসময় প্রায় ৫ লাখ মিটার কারেন্ট জাল সহ মোট ৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT