3:44 pm , September 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নৌ-পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে কারেন্ট জাল সহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশালের কীর্তনখোলা ,কালাবদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত অভিযান পরিচালনা হয়। এসময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ৪ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল সহ চারজনকে আটক করা হয়। বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বৃহস্পতিবার কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌ পুলিশ পৃথক অভিযান চালায়। এসময় প্রায় ৫ লাখ মিটার কারেন্ট জাল সহ মোট ৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।