3:43 pm , September 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ধর্ষণ চেষ্টা মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা পায়নি। গোপন সংবাদের ভিত্তিতে পালিয়ে থাকা আসামি মানিক বেপারীকে (৪৬) রাজধানী ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ।
একই অভিযানে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি রানা সরদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে থানার এএসআই আমিনুল ইসলামকে সাথে নিয়ে দীর্ঘ ১৮ বছর পলাতক থাকা ধর্ষণের চেষ্টা মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি মানিক বেপারীকে ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে (মানিক) গৌরনদীর বয়সা গ্রামের মতলেব বেপারীর ছেলে। আসাদুল ইসলাম আরও জানান, একই অভিযানে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা সরদারকে গ্রেপ্তার করা হয়। সে (রানা) গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের দলিল উদ্দিন সরদারের ছেলে।