মুলাদীতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকের টাকা নিয়ে প্রতারক উধাও মুলাদীতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকের টাকা নিয়ে প্রতারক উধাও - ajkerparibartan.com
মুলাদীতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকের টাকা নিয়ে প্রতারক উধাও

3:51 pm , September 6, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয়ে এক প্রতারক গ্রাহকের টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে পল্লী বিদ্যুতের মুলাদী জোনাল অফিসের সামনে এই ঘটনা ঘটে। প্রতারক উপজেলার কাজিরচর ইউনিয়নের প্যাদারহাট বন্দর সংলগ্ন ডিক্রীরচর এলাকার তামান্না রাইস মিলের মালিকের প্রায় ১৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ করেন মিল মালিক শহীদুল ইসলাম। তবে প্রতারকের কাছে বিদ্যুৎ গ্রাহকদের বিলের সঠিক তথ্য এবং বিল কাগজ থাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতা থাকতে পারে ধারণা করেছেন প্রতারণার শিকার ওই গ্রাহক।
শহীদুল ইসলাম জানান, চলতি মাসে তার রাইস মিলের নামে ১৪ হাজার ৯৭৫ টাকা বিল পাঠায় পল্লী বিদ্যুৎ অফিস। বুধবার বেলা ১২টার দিকে একজন লোক রাইস মিলে উপস্থিত হয়ে নিজেকে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা পরিচয় দেয় এবং জানায় ‘রাইস মিলের মিটারে সমস্যা থাকায় ১৪ হাজার ৯৭৫ টাকা বিল করা হয়েছে। প্রকৃতপক্ষে বিল ১৮ হাজার টাকা বেশি হবে। তবে, বুধবারের মধ্যে টাকা পরিশোধ করলে ১৪ হাজার ৯৭৫ টাকা জমা দিলেই হবে।’
বাড়তি টাকা দেওয়ার ভয়ে মিল মালিক শহীদুল ইসলাম টাকা নিয়ে তার বাবা আলতাফ বেপারীকে পল্লী বিদ্যুৎ অফিসে পাঠান। আলতাফ বেপারী গতকাল (বুধবার) বেলা ২টার দিকে মুলাদী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছে কর্মকর্তা পরিচয়ধারীকে দেখতে পান। ওই সময় প্রতারক বিদ্যুৎ বিল সমন্বয় করতে হবে বলে আলতাফ বেপারীর কাছ থেকে টাকা নিয়ে অফিসের মধ্যে যান এবং একটি পরিশোধিত বিল কাগজ তার হাতে ধরিয়ে দিয়ে চলে যান। পরবর্তীতে আলতাফ বেপারী রাইস মিলে গেলে মিল ম্যানেজার পরিশোধিত বিদ্যুৎ বিলটি অন্য গ্রাহকের নামে থাকায় প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পল্লী বিদ্যুতের ডিজিএমকে অবহিত করেন।
এব্যাপারে মুলাদী পল্লী বিদ্যুতের উপ মহা ব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মহসিন কবীর জানান, ‘বুধবার জন্মাষ্টমির সরকারি ছুটি ছিলো। তাই ওই দিন বিল দেওয়া বা নেওয়ার কোনো সুযোগ ছিলো না। প্রতারকরা ভুয়া পরিচয় দিয়ে মিল মালিকের টাকা হাতিয়ে নিয়ে থাকতে পারে।’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT