3:50 pm , September 6, 2023

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠিতে কমছে না ডেঙ্গু রোগীর মিছিল। প্রতিদিনই আসছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘন্টায় স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। স্থান সংকুলান না হওয়ায় চিকিৎসা নিয়ে বাড়ী গেছে আরো শতাধিক রোগী। স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিসংখ্যান অনুযায়ী জুলাই থেকে এ পর্যন্ত সহস্রাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে তিনজন মৃত্যুবরণ করেছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। বাকীরা চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন। ডা. আসাদুজ্জামান ও ডা. সুখদেব মন্ডল নামে দুই জন চিকিৎসকও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, বর্তমানে কমপ্লেক্সে যত রোগী ভর্তি হচ্ছে তার ৯০ ভাগই ডেঙ্গু আক্রান্ত। তিনি জানান, কমপ্লেক্সে এ যাবৎ তিনজন ডেঙ্গু রোগী মারা গেছেন। তারা হলেন : স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের আসমা বেগম(৩৪), বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের মোদাচ্ছের আলী (৭৫) ও নাজিরপুরের মমতাজ বেগম (৬৫)। তিনি বলেন, এখানের চিকিৎসকরা সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন। স্থান সংকুলান না হওয়ায় রোগী ভর্তি করতে পারছিনা। মাত্র ১৯ বেডের এ কমপ্লেক্সে সব সময়ই শতাধিক রোগী রাখতে বাধ্য হচ্ছি।