গলাচিপায় ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু গলাচিপায় ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু - ajkerparibartan.com
গলাচিপায় ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

3:48 pm , September 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গলাচিপায় ট্রাক্টরের নিচে পরে মোঃ রামিম হাওলাদার(১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার বুধবার উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রামিম গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী পাঁচ কানি গাজীপুর এলাকার বাসিন্দা আনোয়ার হাওলাদারের ছেলে। দুপুরে আনোয়ার হাওলাদারের বাড়ির পাশের জমিতে হাল চাষ করার সময়ে ট্রাক্টর চালকে অনুনয়-বিনয় করে রামিম ট্রাক্টর উপরে চরে বসে। চাষ চলাকালীন সময়ে ট্রাক্টরটির ঝাঁকুনিতে পিছনে পরে যায়। ট্রাক্টরের হালের পাখার সাথে পেঁচিয়ে শিশু রামিমের নাড়ীভুঁড়ি ছিন্নভিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা দির্ঘ চেষ্টার পরে ট্রাক্টরের নিচ থেকে তার নাড়ীভুঁড়ি ছিন্নভিন্ন অবস্থায় তাকে উদ্ধার করে। গলাচিপা থানার ওসি শোণিত কুমার গায়েন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT