বাবুগঞ্জে খালের পানিতে ডুবে ছাত্রীর মৃত্যু বাবুগঞ্জে খালের পানিতে ডুবে ছাত্রীর মৃত্যু - ajkerparibartan.com
বাবুগঞ্জে খালের পানিতে ডুবে ছাত্রীর মৃত্যু

3:46 pm , September 6, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে খালে হাত-মুখ ধৌত করতে গিয়ে ডুবে মারা গেছে মেধাবী ছাত্রী। বুধবার সকালে উপজেলার রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। দেহেরগতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাকুদিয়া নতুন হাট এলাকার খাল থেকে উদ্ধার করা হয় তামান্না তামিদারের (১৬) লাশ। সে রাকুদিয়া গ্রামের আ. বারেক তামিদারের একমাত্র কন্যা। তামান্না জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন। বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল পরিবারের বরাতে জানান, সন্ধ্যা নদীতে থেকে রাকুদিয়া গ্রামে প্রবেশ করেছে দোয়ারিকা খাল। প্রতিদিনের মতো সকাল ৮টার সময় খালে হাতমুখ ধৌত করতে গিয়েছিলো তামান্না। সাঁতার না জানায় অসাবধানতাবসত সে পানিতে ডুবে যায়। ওসি বলেন, ধারনা করা হচ্ছে খাল খনন করার ফলে পানির অনেক গভীরে চলে যায় তামান্না। তাই ডুবে মারা গেছে। তিনি জানান, খালপাড়ে তামান্না তামিদারের পরিবার না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। পরে খালে দুই ঘন্টা জাল টেনে তামান্নার লাশ উদ্ধার করা হয়েছে। ওসি আরো জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT