সাগরের ইলিশ শিকার করছে ভারতীয় জেলেরা সাগরের ইলিশ শিকার করছে ভারতীয় জেলেরা - ajkerparibartan.com
সাগরের ইলিশ শিকার করছে ভারতীয় জেলেরা

3:45 pm , September 6, 2023

মো: আফজাল হোসেন, ভোলা ॥ সাগর থেকেই রুপালী ইলিশ ভারতে চলে যাচ্ছে এমন প্রশ্ন এখন অনেকেরই মনে। দেশে আশানুরুপ ইলিশ জেলেদের জালে ধরা না পড়ায় দাম সাধারন ক্রেতাদের নাগালের বাইরে। তা হলে যাচ্ছে কোথায় এসব ইলিশ। আবার সাগড়ে প্রচুর ধরা পড়ছে বলেও বিভিন্ন সুত্রের বরাতে জানা যাচ্ছে। হাত বদল হতেই যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে এমনকি ভারতেও। এসব বিষয় জেলে এবং ব্যবসায়ীদের কারো কারো মতে, যা হচ্ছে তা হলো ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় ঢুকে ইলিশ ধরে নিচ্ছে। আর যা যাচ্ছে তা হলো রাতের বেলা অবৈধ ভাবে বর্ডার পার হয়ে।
দ্বীপ জেলা ভোলার চারপাশটাই মেঘনা আর তেতুলিয়া নদী বেস্টিত। একই সাথে বঙ্গোপসাগর মোহনাও বলা যায় একটি অংশকে। যে কারনে এখানে জেলেদের সংখ্যা অনেক বেশি। দেশের রুপালী ইলিশের চাহিদার বড় একটি অংশ এখানের জেলেরাই জোগান দিয়ে থাকে। তবে মুল বিষয় হচ্ছে এখানের বড় বড় ট্রলার ইলিশ বোঝাই করে পটুয়াখালী জেলার আলিপুর, মহীপুর এবং চাঁদপুর ও কক্সবাজার মোকামেও বিক্রি করে থাকে। তবে সাগরে ইলিশ ধরার পড়েই তা আবার ট্রলার বোঝাই অবস্থায় কিংবা এখানের আড়ৎ গুলো থেকেই ট্রলার বোঝাই করে ভারতে বিক্রি করা হচ্ছে। এমন বিষয় খোজ নিতে জেলার সর্বদক্ষিনের চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচরসহ আশপাশের কয়েকটি মাছঘাটের জেলেদের সাথে আলাপ করা হয়। দাদন নেয়ায় জেলেরা চলে আসে আড়তদার কাছে। সেখানে বিক্রির পর দ্বিতীয় হাত হয়ে চলে যাচ্ছে ঢাকার আড়তদারদের কাছে। সেখান থেকে তৃতীয় হাত হয়ে চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের হাতে। খুচরা বিক্রেতা হয়ে আসছে ক্রেতার কাছে। সেক্ষেত্রে পঞ্চম হাত হচ্ছে একজন ক্রেতার। এভাবে একের পর এক হাত বদল হচ্ছে।
এদিকে এর ব্যতিক্রম হচ্ছে যখন এই মাছ গুলো ককসিটে করে বর্ডার পার হয়ে বিভিন্ন পথে ভারত চলে যায় তখন। সাগর থেকে ভারতীয় জেলেরা ইলিশ ধরে নেয়ার পরেও বাংলাদেশের অনেক ব্যবসায়ী আছে যারা বর্ডার পার করে নিয়ে যাচ্ছে পাশের দেশ ভারতে। এমন কথা উঠে এসেছে জেলে এবং আড়তদারদের কথার মাঝেও।
চরফ্যাশনের সামরাজ মাছঘাটের ব্যবসায়ী মো: তোফায়েল আহমেদ বলেন, ভোলা থেকে সরাসরি ভারতে মাছ পাঠানোর কোন সুযোগে নেই। দাদনের ব্যবসায় জড়িয়ে পড়ায় এসব সুযোগ কম। তবে বর্ডার এলাকা থেকে অবৈধ ভাবে ইলিশ পাচার হতেই পারে। তবে ভারতীয় জেলেরা আমার দেশে ঢুকে ইলিশ ধরে নিয়ে যায়।
মো: ইউসুফ, মো: মনির এর কথা হলে তারা জানান, এখান থেকে সরাসরি ভারতে ইলিশ বিক্রির সুযোগটা অনেকটাই কম। তবে শুনেছি ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় ঢুকে ইলিশ ধরে নিয়ে যায়। আমরা তাদের কাছেও যেতে পারি না, তাদের কাছে অস্ত্র থাকে। এছাড়া আমাদের ট্রলার আকারে ওদের চেয়ে ছোট। তবে পটুয়াখালীর আলীপুর, মহীপুর থেকে ভারতে যেতে পারে এমন খবর ভাষা ভাষা শুনেছি। নিশ্চিত করে বলতে পারছি না। আমাদের ট্রলারের মাছ দেশের মধ্যেই বিভিন্ন আড়তে বিক্রি করি। এছাড়া এটা সাগরের চালনা বয়া নামক স্থানের পরে যাওয়া সম্ভব হয় না। এতোটাই দুরত্ব যেখানে কিছু হলে কারো পক্ষেই জানা সম্ভব নয়।
চরফ্যাশন উপজেলার সামরাজ মাছঘাটের আড়ত মালিক সমিতির সাধারন সম্পাদক মো: আলাউদ্দিন পাটোয়ারী বলেন,৬৫দিনের মধ্যের সময় এবং অন্যসব সময় দেশের সীমানায় ঢুকে ভারতীয় জেলেরা ইলিশ ধরে যায়। এসময় ওদের প্রতিরোধ করা আমাদের জেলের পক্ষে সম্ভব নয়। ভারতীয় জেলেদের কাছে অস্ত্র থাকে। ট্রলারে করে সাগড় থেকেই ভারতে ইলিশ পাচার হচ্ছে এবিষয় তিনি বলেন,এটা আমার কাছে জানানেই। তাছাড়া এটা এতটাই দুরত্ব যা আমাদের পক্ষে খোজ খবর নেয়া সম্ভব হয় না। এ বিষয় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন,বিষয়টি আমার জানানেই। এমন ঘটনা আমি শুনিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT