3:44 pm , September 6, 2023

ভোলা অফিস ॥ ভোলায় গ্রামীন ফোন কম্পানীর টাওয়ারের ব্যাটারী চুরির ঘটনায় মূলহোতা মো: সুমন ইকবাল (২৬) নামে একজনকে গ্রেফতার করেছেন পুলিশ।
থানা পুলিশ জানায়,বিশেষ অভিযান শেষে সুমনকে আটক করা সম্ভব হয়েছে। আটককৃতর বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানায়। এ ঘটনায় চুরি হওয়ায় ৮ টি ব্যাপটারী উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০লাখ টাকা। বুধবার দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জমান। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২ সেপ্টেম্বর ভোলার বোহরানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা গ্রামীন ফোন টাওয়ারের কাজ করতে আসে মো: শাহিনসহ কয়েকজন। পরে কাজ শেষে দরজার পাসওয়ার্ড তারা নিজের আয়ত্তে সংরক্ষণ করে চলে যান। এরপর গত ৩ সেপ্টেম্বর তারা ওই টাওয়ারের ৪ টি ব্যাটারী ও পরবর্তীতে লালমোহন উপজেলা থেকে আরো একটি টাওয়ারের ৪ টি ব্যাটারী নিয়ে চলে যায়। ওই দিন গ্রামীন ফোনের সিকিউরিটি অডিট অফিসার মো: আলতাফ হোসেন মাহমুদ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামী মো: সুমন ইকবালকে ভোলার চরফ্যাশন উপজেলার উপজেলার আমেনাবাদ এলাকায় থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে চুরি করে নেয়া ৮টি ব্যাটারী উদ্ধার করা হয়। এছাড়াও এরআগে ৩ সেপ্টেম্বর বোরহানউদ্দিন থেকে মো: শাহিন, জামাল শেখ ও মনছুরকে আটক করা হয়।