নগরীতে জন্মাষ্টমীর সমাবেশ ও র‌্যালি নগরীতে জন্মাষ্টমীর সমাবেশ ও র‌্যালি - ajkerparibartan.com
নগরীতে জন্মাষ্টমীর সমাবেশ ও র‌্যালি

3:43 pm , September 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সমাবেশ ও শোভাযাত্রা বের করা হয়েছে। ধর্মরক্ষিণী সভার আয়োজনে ও পূর্জা উদযাপন পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির সার্বিক সহযোগীতায় বুধবার বেলা এগারোটায় নগরের লাইন রোডের মোড়ে সমাবেশ করে। এর পর বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ভক্তরা শ্রীকৃষ্ণের প্রতিমা এবং ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। সমাবেশে কেন্দ্রীয পূজা উদযাপন কমিটির উপদেষ্টা রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র। তিনি বলেন, সম্প্রীতির নগরী বরিশাল। এখানে সমকল ধর্মের মানুষ একত্রে বসবাস করেন। যার যার ধর্ম সে পালন করেন। ভবিষ্যতেও আমরা এমন ধারা অব্যাহত রাখতে চাই। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এরপর শোভযাত্রার উদ্বোধন করা হয়। শোভাযত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামকৃষ্ণ মিশনে গিয়ে মিলিত হয়। এখানে অংশ নেয়া ভক্তরা বলেন, ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে দুষ্টের দমনের জন্য এই ধরায় এসেছিলেন, তারই ধারাবাহিকতায় চলামান সময়ে আমরা কামনা করি শ্রীকৃষ্ণ এসে আমাদের ফের রক্ষা করুন জগতের সবার মঙ্গলের জন্য। এছাড়া দিনটি পালনে নগরের ধর্মসভাগুলোতে দিনব্যাপী পদাবলী পাঠ, কীর্তন, গীতা ও ভগবত পাঠের আয়োজন করা হয়। র‌্যালি-সমাবেশসহ জন্মাষ্টমীর সকল অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের জন্য কঠোর ছিলো আইন শৃঙ্খলা বাহিনী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT