3:42 pm , September 6, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ফজলুল হক এভিনিউ রোডের সিটি প্লাজা মার্কেটের ছাদ থেকে পথশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। উদ্ধার করা রিয়া মনি (১২) নগরীর পলাশপুর এলাকার সোহরাব হোসেন হাওলাদারের মেয়ে। কোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল মান্নান জানান, দুপুরে জাতীয় জরুরী সেবার নম্বরে কল পেয়ে সিটি প্লাজার ছাদে নির্মানধীন পরিত্যক্ত স্টলের লোহার আড়ার সাথে ওড়না দিয়ে পেচানো পথশিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে ওই লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কোতয়ালী থানার ওসি আনোয়ার হোসেন জানান, পথ শিশুর শরীরে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে করা হচ্ছে ভোর কিংবা মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময়ে শিশুর মৃত্যু হয়েছে। আত্মহত্যা না হত্যা ময়না তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মাদকের বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। রিয়া মনির বড় বোন সালমা আক্তার জানান, ছোট বেলায় তিন বোন রেখে মা মারা যায়। এর পর থেকে রিয়া মনি নগরীর নৌ-বন্দর এলাকার পথ শিশুদের সাথে থাকতো। মাঝে মধ্যে দিনে বাসায় গেলেও সন্ধ্যায় সে নৌ-বন্দর এলাকায় চলে যেতে। মঙ্গলবারও সন্ধ্যায়ও তার সাথে দেখা হয়েছে। দুপুরে পুলিশ ফোন দিয়ে এ মৃত্যুর খবর জানিয়েছে। কেন কি কারনের এ ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা কিছু বলতে পারেনি সে। সিটি প্লাজা মার্কেটের ব্যবসায়ী মো. আফজাল হোসেন বলেন, সন্ধ্যা হলেই এই মেয়েসহ ৭/৮ জন ছেলে মেয়ে মার্কেটের ছাদসহ আশপাশ এলাকায় ভোর রাত পযর্ন্ত আড্ডা দিতো। তারা বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করতো। মঙ্গলবার রাতেও এই মেয়েকে কাললীর মোড়সহ বিভিন্ন স্থানে দেখা গেছে।