4:13 pm , September 5, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের দুই অতিরিক্ত বিভাগীয় কমিশনার পারভেজ হাসান ও আহসান হাবীব। ৪ সেপ্টেম্বর তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন অধিশাখা-১ এর সিনিয়র সহকারী সচিব শেখ আরেফীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ২১৫ জন উপ সচিব কে যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়। আদেশে বলা হয় জন স্বার্থে এ আদেশ জারি করা হলো। অপর একটি প্রজ্ঞাপনে পদোন্নতি প্রাপ্ত সকলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়।