বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় চার ট্রাফিক পুলিশ আহত ॥ আটক ৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় চার ট্রাফিক পুলিশ আহত ॥ আটক ৩ - ajkerparibartan.com
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় চার ট্রাফিক পুলিশ আহত ॥ আটক ৩

4:11 pm , September 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মোটর সাইকেল আটক করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় চার ট্রাফিক পুলিশ আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শেবাচিম হাসপাতালের বিপরীতে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। হামলায় কনষ্টেবল মোস্তফা রক্তাক্ত জখম হয়েছে। এছাড়া সার্জেন্ট মনিরুল হাসানসহ আরো দুই কনষ্টেবল আহত হয়।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী শরীফ, আলভীর ও সোহাগকে আটক করা হয়েছে। আটকের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
হামলার শিকার সার্জেন্ট মনিরুল হাসান জানান, হেলমেট ও কাগজপত্র বিহীন মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। এ সময় তারা হুমকি দিয়ে চলে যায়। কিছু সময় পর একদল ছাত্র এসে নিজেদের ছাত্রলীগ বলে ও তাদের উপর হামলা করে। তারা বডি ক্যামেরা ও ওয়ারলেস সেট ছিনিয়ে নিয়ে যায়। এ সময় অন্যান্যরা এসে তাদের উদ্ধার করে। একজন বিশেষ শাখার দারোগা ক্যামেরা ও ওয়ারলেস সেট উদ্ধার করেছে।
মনিরুল জানিয়েছেন, এ ঘটনায় মামলা করা হবে।
এদিকে , এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT