4:10 pm , September 5, 2023

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি কারাগারে হাজতবাস যুবলীগ কর্মী মো. মামুন রশিদ এর স্ত্রীকে কু-প্রস্তাব দেয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। ৫ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লতিফা জান্নাতি স্বাক্ষরিত এক নোটিশে অভিযোগকারী প্রথম পক্ষ সুমাইয়া আক্তার ও দ্বিতীয় পক্ষ জেলার মো: আক্তার হোসেন শেখকে অভিযোগের বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর বেলা ১১টায় জেলা ম্যাজিষ্ট্রেট এর অফিস কক্ষে শুনানীর জন্য উভয় পক্ষকে (প্রমানসহ) উপস্থিত থাকার জন্যে বলা হয়েছে (জারিকৃত নোটিশের স্মারক নং ০৫.১০.৪২০০.০১০.১৪.০০১.১৩-৬৪৮, তারিখ: ০৫/০৯/২০২৩)।
নোটিশ পেয়ে ভুক্তভোগী সুমাইয়া আক্তার এ প্রতিবেদককে জানান, আমি ন্যায্য বিচার পাওয়ার আশায় রয়েছি। যথাসময়ে প্রমানসহ আমি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লতিফা জান্নাতি স্যারের অফিসে হাজির থাকবো।
ঝালকাঠির জেলার মো: আক্তার হোসেন শেখ সাংবাদিকদের জানান, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। একটি মহল ষড়যন্ত্র করে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।’