কাউন্সিলর দুলাল গুরুতর অসুস্থ্য কাউন্সিলর দুলাল গুরুতর অসুস্থ্য - ajkerparibartan.com
কাউন্সিলর দুলাল গুরুতর অসুস্থ্য

4:09 pm , September 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলাল গুরুতর অসুস্থ্য হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। গতবছর তার ক্লোন ক্যান্সার ধরা পড়ে। এরপরে ঢাকা এবং ভারতের হাসপাতালে তাকে ২৮টি ক্যামো থেরাপি দেওয়া হয়। বর্তমানে তার শারিরীক অবস্থার অনেকটাই অবনতি হয়েছে। তার জন্ডিস ধরা পেড়েছে এবং বিলুরুবিনের মাত্রা ২৫। গত কয়েকদিন ধরে তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। গতকাল সন্ধ্যায় তিনি জানান, কাউন্সিলর দুলালের অবস্থা বেশ আশঙ্কা জনক। তিনি বরিশালবাসীর কাছে কাউন্সিলর দুলালের সুস্থ্যতা চেয়ে দোয়ার আবেদন করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT