3:55 pm , September 5, 2023
হিজলা প্রতিবেদক ॥ হিজলায় মাদক সেবন কারীদের বিরুদ্ধে কওমী মাদরাসার ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত ফরিদ কাজির ছেলে মো. ফিরোজ (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মাদরাসার ছাত্র মোঃ ফিরোজ বলেন, কিছুদিন আগে পুলিশ মাদকের জন্য তাদের একজনকে আটক করে। এ ঘটনায় আমি তথ্য দিয়েছি বলে স্থানীয় হালিম, রিপন, মিজানুর রহমান টুকু, রায়হান সন্দেহ করে। এর জেরে তাকে ডেকে নিয়ে হত্যার রড দিয়ে পিটিয়েছে।
হিজলা থানার ওসি জুবাইর জানায়, মাদরাসার ছাত্রকে মারধরের অভিযোগ তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তবে ডাব চুরি নিয়ে এ ঘটনা ঘটেছে।