হিজলায় মাদরাসার ছাত্রকে পিটিয়ে আহত হিজলায় মাদরাসার ছাত্রকে পিটিয়ে আহত - ajkerparibartan.com
হিজলায় মাদরাসার ছাত্রকে পিটিয়ে আহত

3:55 pm , September 5, 2023

হিজলা প্রতিবেদক ॥ হিজলায় মাদক সেবন কারীদের বিরুদ্ধে কওমী মাদরাসার ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত ফরিদ কাজির ছেলে মো. ফিরোজ (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মাদরাসার ছাত্র মোঃ ফিরোজ বলেন, কিছুদিন আগে পুলিশ মাদকের জন্য তাদের একজনকে আটক করে। এ ঘটনায় আমি তথ্য দিয়েছি বলে স্থানীয় হালিম, রিপন, মিজানুর রহমান টুকু, রায়হান সন্দেহ করে। এর জেরে তাকে ডেকে নিয়ে হত্যার রড দিয়ে পিটিয়েছে।
হিজলা থানার ওসি জুবাইর জানায়, মাদরাসার ছাত্রকে মারধরের অভিযোগ তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তবে ডাব চুরি নিয়ে এ ঘটনা ঘটেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT