3:54 pm , September 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মুলাদীতে শিশু ছাত্রীকে ধর্ষনের দায়ে শিক্ষক কিশোরকে ৫ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বরিশালের শিশু আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। দ-িত ধর্ষক জুয়েল বেপারী রায় ঘোষনার সময় অনুপস্থিত ছিলো। সে মুলাদী উপজেলার ভাঙ্গারখোলা এলাকার তোফেল বেপারীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির জানান, দ্বিতীয় শ্রেনী পড়–য়া ছাত্রী ও তার ছোট ভাইয়ের গৃহশিক্ষক ছিলো দ-িত জুয়েল। ২০১৪ সালের ৩০ মে দুই ভাই-বোনকে পড়াতে যায়। ছোট ভাইকে নিয়ে তার মা পাশের বাড়ীতে ধান আনতে যায়। ঘরে ছাত্রীকে একা পড়াতে ছিলো জুয়েল। কেউ না থাকার সুযোগে ১৬ বছর বয়সী জুয়েল শিশু ছাত্রীকে ধর্ষন করে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর দাদি বাদী হয়ে মুলাদী থানায় মামলা করে। একই বছরের ২১ আগষ্ট মুলাদী থানার এসআই ইয়াকুব হোসাইন জুয়েলকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেয়। ঘটনার পর পলাতক জুয়েলের অনুপস্থিতে ৬ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।
আদালত সুত্র জানিয়েছে, ঘটনার সময় দ-িত ধর্ষক জুয়েল শিশু অপরাধী ছিলো। তাই শিশু আইনে বিচার হয়েছে। শিশু আইন অনুযায়ী তাকে যশোর সংশোধন কেন্দ্রে ৫ বছরের আটকাদেশ দেয়া হয়েছে। কিন্তু সে এখন প্রাপ্ত বয়সী হওয়ায়, তাকে জেলে থাকতে হবে।