3:53 pm , September 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার কোতয়ালী ও এয়ারপোর্ট থানার পুলিশ পৃথক ওই অভিযান করে। আটকরা হলো- সাজ্জাদ হোসেন সুমন (৩৮) ও জাহিদ তালুকদার (২২)। সুমন নগরীর ২৬ নং ওয়ার্ড উত্তর জাগুয়া এলাকার বাবুল হাওলাদার ও জাহিদ।
পুলিশের মিডিয়া সেল থেকে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার একটি দল জাগুয়া এ্যাপোলো হাসপাতালের বিপরীতে অভিযান করে। এ সময় সেখান থেকে ৬ হাজার ৪০২ পিস ইয়াবাসহ সুমনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলার আসামী হিসেবে সুমনকে জেলে পাঠানো হয়েছে।
অপরদিকে মাধবপাশা ইউপির চন্দ্রপাড়া রানীর স্কুলের গেইটের বিপরীতে অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার একটি দল। এ সময় ২০০ পিস ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিলসহ জাহিদকে আটক করা হয়েছে।