চাচার হাতে ভাতিজা খুন ॥ আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন চাচার হাতে ভাতিজা খুন ॥ আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
চাচার হাতে ভাতিজা খুন ॥ আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

3:53 pm , September 5, 2023

বাউফল প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলে মোঃ আল আমিন মৃধাকে (৩৫) হত্যার প্রতিবাদে এবং সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সকাল দশটায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায়  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  হয়।  মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ নারী ও পুরুষ অংশ নেয়।
বক্তব্য রাখেন, আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদার, আদাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব  ও সাধারণ সম্পাদক আলমগীর। তারা আসামিদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। উপস্থিত ছিলেন  ইউপি সদস্য শাহাবুদ্দিন সাবু, সাহ আলম মোল্লা, সানু মৃধা,ফোরকান মৃধা সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচা আবদুল মোতালেব ভাতিজা মোঃ আল আমিন মৃধাকে(৩০) ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় নিহতের বড় ভাই শামীম মৃধা বাদী হয়ে ১১ জন নামধারী ও অজ্ঞাত ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
বাউফল থানা পুলিশ চাচা আবদুল মোতালেব মৃধা ও তার ছেলে লাবিব মৃধাকে ঘটনার দিন রাতে বগা ফেরী ঘাট থেকে গ্রেপ্তার করেছে ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT