3:53 pm , September 5, 2023

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ মৃত স্বামীর জমি বুঝে পেতে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম বাজারের মৃত জাবেদ হাওলাদারের স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। তার স্বামী জাবেদ হাওলাদার মৃত হওয়ায় স্বামীর জমিসহ পশ্চিম বাজারে দোকান ঘর বুঝে পেতে শাশুড়ী আমেনা বেগম ও ভাসুর রাসেদ সহ তার জা মান্না বেগমের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন তিনি। মঙ্গলবার দুপুরে পৌরসভার ৫ নং ওয়ার্ডে তার বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম বাজারের মৃত শাহে আলমের ছেলে জাবেদ হাওলাদারের সাথে ৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে আবিদ হাসান জোহা নামে একটি পুত্র সন্তান রয়েছে । তার স্বামী জাবেদ হাওলাদার বোরহানউদ্দিন পৌরসভায় কালেক্টর পদে চাকরি করতেন। চাকরিরত অবস্থায় ২০২২ সালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্বামী জাবেদ হাওলাদারের মৃত্যু হয়।
স্বামী মৃত্যুর পর থেকেই স্বামীর সম্পত্তি আত্মসাত করতে সন্তানসহ তার উপর অমানবিক নির্যাতন চালায় উল্লেখিতরা। পুত্র সন্তান নিয়ে স্বামীর বসতভিটায় কোন রকম চলে তার সংসার। সম্পত্তি বুঝে পেতেও নির্যাতনের বিচার চেয়ে উল্লিখিতদের বিরুদ্ধে পৌরসভায় লিখিত অভিযোগ করে ব্যর্থ হওয়ায় বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ করেন তিনি। বিষয়টি একাধিকবার সালিশ বৈঠক হয়। সেখানে স্বামীর সম্পত্তি তাকে বুঝে দেওয়ার কথা থাকলেও বর্তমানে তার পুত্র সন্তানসহ তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।