3:37 pm , September 4, 2023
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় দিন দুপুরে প্রতারক চক্রের খপ্পড়ে এক মুদি ব্যবসায়ী। তার কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে ৫০ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে গত রবিবার ভান্ডারিয়া পৌর শহরের সৈকত ষ্টোরে। মুদি ব্যবসায়ী মো. চাঁন মিয়া জানান বিকেল অনুমানিক সাড়ে ৩ টার সময় দুই জন অপরিচিত লোক এসে তার দোকানের সামনে দাঁড়ায়। তারা দেখতে খুবই স্মার্ট ও সুদর্শন এবং ভিন্ন ভাষায় কথা বলে। ব্যবসায়ীর কাছে তারা রাধূনী গুড়া মসলা চাইলে ব্যবসায়ী চাঁন মিয়া তাদের মধ্যে একজনের কাছে পণ্য দেয়। তাদের সাথে অপর ব্যক্তি দোকানের মধ্যে প্রবেশ করে বিভিন্ন মালামাল ক্রয়ের জন্য পছন্দ করতে থাকে। এর পরে এক ব্যক্তি চাঁন মিয়ার কাছে পাঁচশ টাকার দুটি নোট দিয়ে বলে টাকাটা একটু পরিবর্তন করে নতুন একটা এক হাজার টাকার নোট দেন। টাকাটি ব্যবসায়ীর হাতে নিয়ে দেখতেই সে তার স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে। ব্যবসায়ীর দাবী তাকে নজরবন্দী করে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে দ্রুত গতিতে প্রতারক চক্র শটকে পরে। পরবর্তীতে ব্যবসায়ী বুঝতে পারে যে এরা দুজনই প্রতারক চক্রের লোক। বন্দরের সিসি টিভি ফুটেজে দেখা যায় ওই প্রতারক চক্র প্রাইভেট কারে পৌর শহরের মধ্যে প্রবেশ করেছিল এবং প্রাইভেট কারে করেই চলে যায়। ব্যবসায়ী জানায় প্রতারক চক্রের প্রাইভেট কারের নেইম প্লেটে নম্বর দেখা যায় বন্দরের সিসি টিভিতে। এ ঘটনায় ব্যবসায়ী চাঁন মিয়া আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। উল্লেখ্য এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বন্দরের ওষুধ ব্যবসায়ী মো. মিজানুর রহমান বলেন, আমি দেখতে পাই দুই ব্যক্তি খুবই লম্বা। মনে হয় এরা পাকিস্তানী এবং চায়নার লেঅক। এরা হয়ত নজরবন্দী কিংবা কোন কুফরী চালানের মাধ্যমে অভিনব কায়দায় ব্যবসায়ীর কাছ থেকে টাকা