বাবুগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে অগ্নিসংযোগ আদালতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ বাবুগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে অগ্নিসংযোগ আদালতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ - ajkerparibartan.com
বাবুগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে অগ্নিসংযোগ আদালতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

3:36 pm , September 4, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ভাইয়ের ঘরে অগ্নি সংযোগ করে আদালতে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর রফিয়াদি গ্রামে। অভিযোগ সূত্রে জানাগেছে, গত ৩০ আগস্ট উপজেলার চাঁদপাশার ইউনিয়নের রফিয়াদী গ্রামের হাবিবুর রহমান ঢালীর একটি পরিত্যক্ত ঘরের উত্তর-পূর্ব কোন থেকে  অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনা তাৎক্ষনিক বাড়ির লোকজন টের পেয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোঃ জুয়েল মোল্লা।  তবে, এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে মোঃ হাবিবুর রহমান ঢালির বড় ভাই মোঃ শামসুল হক ঢালী প্রতিবেশী মোঃ ওমর আলী ঢালী ও তার পরিবার জড়িত বলে প্রচার করে। পরে অগ্নিকান্ডের ঘটনায় ওমর আলী ঢালী ও তার পরিবারের ৬ সদস্যকে বিবাদী করে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন শামসুল হক ঢালী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT