আগৈলঝাড়ায় আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত আগৈলঝাড়ায় আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত

3:36 pm , September 4, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার কারনে বরিশালের আগৈলঝাড়ায় চার বিএনপি নেতাকর্মীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।  রতœপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী মীর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এর ধরনের হামলার ঘটনার কথা শুনিনী। রতœপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিঠু জানান, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বিএনপির সমাবেশ ও র‌্যালিতে যোগদান করার অপরাধে চার বিএনপি নেতাকর্মীর উপর হামলা করে আহত করা হয়েছে। এমনকি বিএনপির প্রবীন এক নেতাকে কান ধরে উঠবস করানো হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার রতœপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী মীরের নেতৃত্বে ১০/১২টি মোটরসাইকেলে মহড়া দিয়ে রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়ায় বসে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান শিকদার, বিএনপি’র কর্মী আশ্রাফ কারিকরের উপর হামলা করে আহত করা হয়েছে। বিএনপি নেতা মতিউর রহমান শিকদারকে কান ধরিয়ে ওঠবস করানো হয়েছে। এছাড়াও চাউকাঠী গ্রামের ওয়ার্ড বিএনপির নেতা জাহিদুল ঘরামী ও চুন্নু হাওলাদারকে মারধর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT