বাউফলে বাঁশের সাকো পারাপারে ভোগান্তি বাউফলে বাঁশের সাকো পারাপারে ভোগান্তি - ajkerparibartan.com
বাউফলে বাঁশের সাকো পারাপারে ভোগান্তি

3:36 pm , September 4, 2023

বাউফল প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দেওপাশা-মান্দারবন  গ্রামে অবস্থিত বাঁশের সাকো পারাপারে ভোগান্তির শিকার হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থী সহ শতশত পরিবারের লোকজন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই খালের উপর একটি সেতু নির্মাণের দাবি জানালেও তা আমলে নিচ্ছেন না কর্তৃপক্ষ। প্রায় ৬০-৭০ বছর ধরেই উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত ও অবহেলিত ওই এলাকার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এলাকার ‘মিয়া’ খালে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন দেওপাশা-বান্দরবন গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার। দীর্ঘদিন ধরেই গ্রামবাসীরা মিলে কোনরকম একটি অস্থায়ী বাঁশের সাকো নির্মাণ করে চলছে। বর্তমানে বাঁশের সাকোটি যাতায়াতের জন্য বেশ ঝুঁকিপূর্ণ ও মরন ফাঁদে পরিণত হয়েছে। ওই এলাকা থেকে আনারকলি মাধ্যমিক বিদ্যালয়,পূর্ব কাছিপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, শহিদ জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত করে। ওই এলাকার নজরুল খান বলেন, ছোট্ট একটি আয়রন ব্রিজ হলেই আমরা নিরাপদে চলাচল করতে পারি। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি বা সংশ্লিষ্টরা পদক্ষেপ নিচ্ছে না। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ওই সাকো দিয়ে পারাপার হচ্ছে। কাছিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সাকোটি ঝুকিপূর্ণ হওয়ায় এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে। এ বিষয় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতান আহম্মেদকে  মুঠোফোনে একাধিকবার কল  দিলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে পটুয়াখালী এলজিইডির  নির্বাহী প্রকৌশলী লতিফ হোসেন দৈনিক আজকের পরিবর্তন কে জানান, জনসাধারণের সুবিধার্থে অতি দ্রুত সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়া হবে। বাউফলেল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT