হলুদ ও মরিচের ভেজাল : হাটখোলার দুই কারাখানাকে লক্ষাধিক টাকা জরিমানা হলুদ ও মরিচের ভেজাল : হাটখোলার দুই কারাখানাকে লক্ষাধিক টাকা জরিমানা - ajkerparibartan.com
হলুদ ও মরিচের ভেজাল : হাটখোলার দুই কারাখানাকে লক্ষাধিক টাকা জরিমানা

3:34 pm , September 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ হলুদ মরিচের গুঁড়ার সাথে রং ও চাল মিশিয়ে বিক্রির অপরাধে নগরীর দুইটি মসলার কারখানা থেকে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। সোমবার নগরীর হাটখোলা এলাকায় এ অভিযান করা হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
জরিমানা দেয়া দুইটি কারাখানা হলো হাটখোলা এলাকার হুমায়ন মরিচ মিল ও গোলদার মরিচ মিল।
সহকারী পরিচালক ইন্দ্রানী সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুইটি প্রতিষ্ঠানে চালের গুড়া ও ক্ষতিকারক রং মিশ্রিত করে হলুদ এবং মরিচের গুড়া তৈরি করে।
এমন সংবাদের ভিত্তিতে ওই দুইটি কারখানায় অভিযান পরিচালনা করে। এ সময় মরিচ মিলের মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আরো বলেন, অভিযুক্ত ব্যবসায়ীরা কান ধরে ভেজাল ব্যবসা করবে না বলে অঙ্গীকার করেছেন।
হুমায়ূন মরিচ মিলের মালিক হুমায়ূন কবির সাংবাদিকদের জানান, অতিরিক্ত মুনাফার আশায় তারা মসলার ওজন বাড়ানোর জন্য চাল আর রং সুন্দর করার জন্য ভেজাল রং মিশাতেন। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT