প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে প্রেমিকের আট বছর কারাদ-, তিন লাখ টাকা জরিমানা প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে প্রেমিকের আট বছর কারাদ-, তিন লাখ টাকা জরিমানা - ajkerparibartan.com
প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে প্রেমিকের আট বছর কারাদ-, তিন লাখ টাকা জরিমানা

3:32 pm , September 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ প্রেমিকার ফেইসবুক পাসওয়ার্ড নিয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে প্রেমিককে মোট আট বছর কারাদ- দেয়া হয়েছে। এছাড়াও পৃথক তিন ধারায় দ- দেয়ার পাশাপাশি মোট তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। সোমবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এ রায় দিয়েছেন বলে বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানিয়েছেন।
দ-িত প্রেমিক হলো- তাহসিন মিরাজ মৃধা (২৮)। সে পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শানু মৃধার ছেলে। রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিলো।বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন মামলার বরাতে জানান, পটুয়াখালীর বাজার খোলা এলাকার এক তরুনীর সাথে দ-িত তাহসিন মিরাজ মৃধার সাথে ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিভিন্ন এলাকায় একসাথে ঘুরতেও যায়। এ সময় কৌশলে তরুনীর ফেসবুকের পাসওয়ার্ড নেয় প্রেমিক যুবক। পরে তরুনীকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে তরুনী রাজি না হলে তার ছবি এডিট করে। পরে অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ২০২০ সালের ৫ আগষ্ট প্রেমিকার দাদা বাদী হয়ে পটুয়াখালী থানায় মামলা করে। থানার এসআই রুনা লায়লা মামলার তদন্ত করে ২০২১ সালের ১১ জানুয়ারী চার্জশীট জমা দেয়। বিচারক তিন ধারায় তিন, দুই ও তিন বছর করে মোট ৮ বছর ও এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা এবং ৪ মাস করে মোট এক বছর বিনাশ্রম কারাদ- দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT