মহানগর শ্রমিক লীগের সংবাদ সম্মেলন মহানগর শ্রমিক লীগের সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
মহানগর শ্রমিক লীগের সংবাদ সম্মেলন

3:30 pm , September 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সোমবার বিকেলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক লীগসহ মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা শ্রমিক লীগের সাধারন সম্পাদক রইজ আহমেদ মান্নাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। শ্রমিক লীগের মহানগরের সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন শিশির লিখিত বক্তব্য পাঠকালে বলেন, রোববার পোর্টরোড ভূমি অফিসের সামনে সাধারন সম্পাদক রইজ আহম্মেদ মান্নাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার চেষ্টা করলে মুরতজা আবেদীনকে পিস্তলসহ পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করার জন্য মুরতজা আবেদীন প্রশাসন, সংবাদ মাধ্যম সহ অন্যান্য মহলে বিভিন্ন বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রদান করে বরিশালবাসী সহ সকল রাজনৈতিক মহলে ধোয়াশা তৈরী করার অপচেষ্টায় লিপ্ত আছে।
তিনি বলেন, মুরতজা আবেদীন বিগত ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন সময়ে রইজ আহম্মেদ মান্না সহ তার মা বোন এবং তিন ভাই প্রত্যেকের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা দায়ের করিয়েছেন। এরপর ষড়যন্ত্রমূলক ভাবে অডিও রেকর্ড প্রচার করেন। গত ১২ জুন নির্বাচনে সম্পূর্ন নতুন মুখ রইজ আহম্মেদ মান্নার বড় ভাই মুন্নার কাছে পরাজয়ের বেদনা তাকে বিকৃত মস্তিকের মানুষে পরিনত করেছে।
এসময় তিনি সাংবাদিকদের প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানিয়ে বলেন, আমরা আমাদের সংগঠনের সাধারন সম্পাদক রইজ আহম্মেদ মান্না কে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা চেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে প্রশাসনের প্রতি আমাদের আহবান ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করুন। সংবাদ সম্মেলনে শ্রমিক লীগ বরিশাল মহানগরের সভাপতি পরিমল চন্দ্র দাস, বরিশাল মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু, সদস্য অ্যাডভোটেক রফিকুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহুমদ বাবু, অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT