3:28 pm , September 4, 2023
মুরাদ আহমেদ ॥ যাত্রি সংকটের কারন দেখিয়ে আগামি ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা বরিশাল আকাশপথে চলাচল বন্ধ হচ্ছে ইউএস বাংলা এয়ার লাইন্সের ফ্লাইট। এই হিসেবে আগামিকাল ৬ সেপ্টেম্বর বরিশাল-ঢাকা রুটে ইউএস বাংলার শেষ ফ্লাইট চলবে। ২০১৫ সাল থেকে ঢাকা বরিশাল ঢাকা আকাশপথে নিয়মিত ইউএস বাংলা চলাচল করছিলো। ইউএস বাংলা কর্তৃপক্ষ বলছে লোকসান ঠেকাতে তাদের ফ্লাইট চলাচল স্থগিত করা হচ্ছে। অন্য সূত্র বলছে রোগী এবং পর্যটক বহনে ইউএস বাংলার এই ফ্লাট ঢাকা-চেন্নাই রুটে চালু করা হচ্ছে। এদিকে একই কারন দেখিয়ে সপ্তাহে ৬ দিনের স্থলে তিন দিন ফ্লাইট চলাচল করছে বাংলাদেশ বিমানের। যাত্রি এবং সংশ্লিষ্টরা এটিকে বলছেন ষড়যন্ত্র। আরো বলছেন সিডিউল বিপর্যয় ঘটিয়ে যাত্রিদের বিমুখ করা হচ্ছে। এক বছর আগেও ঢাকা বরিশাল আকাশপথে বন্ধরে দৈনিক ১১টি ফ্লাইট উঠানামা করছে। এখন সপ্তাহে তিনদিন বাংলাদেশ বিমান ও সপ্তাহে ৭ দিন ইউএস বাংলার একটি ফ্লাইট চলাচল করছিলো। বরিশাল বিমান বন্দরের হিসেব অনুযায়ি বর্তমানে এই দুই বিমান সংস্থার ফ্লাইটে শতভাগ কোটা পূরণ করতে মাসে যাত্রি দরকার ৫ হাজার ৬৮০ জন যাত্রি। কিন্তু গত জুলাই মাসেও যাত্রি মিলেছে ৪ হাজার ৫৩০ অর্থাৎ চাহিদার ৭৮%। এর পরেও বিমানের ফ্লাইট কমানো বা বন্ধ করার কোন যুক্তি দেখছেন না এরা। এর আগে গত বছর ১ আগস্ট একই কারন দেখিয়ে এই রুটে বন্ধ হয়ে যায় নভো এয়ারের ফ্লাইট চলাচল। বাংলাদেশ বিমানের ফ্লাইট সংখ্যাও এখন সর্বনি¤œ পর্যায়ে রয়েছে। অথচ হিসেব বলছে একটি বিমানের ফ্লাইট স্বাভাবিকভাবে চলতে যেখানে ৩০ থেকে ৪০ ভাগ যাত্রি প্রাপ্তি যথেষ্ট সেখানে এবছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউএস বাংলা প্রতিমাসে প্রায় ৮০% এবং বাংলাদেশ বিমান ৪৫% যাত্রি পেয়েছে। আগস্ট মাসে বাংলাদেশ বিমান বরিশাল থেকে আয় করেছে এক কোটি টাকারও বেশি যেখানে তাদের টার্গেট হলো মাসে সাড়ে ৪ লাখ তাকা। সংশ্লিষ্টদের মতে এর পর সিডিউল বিপর্যয় ও ফ্লাইট চলাচল বাতিল কার্যত সরকারের উন্নয়ন প্রচেষ্টার বিপরীতে গভীর ষড়যন্ত্র। ফ্লাটগুলোর যাত্রি পরিবহনের ডাটা বেইজে দেখা যায় ঢাকা বরিশাল ঢাকা রুটে জানুয়ারি মাসে ইউএস বাংলা যাত্রি পেয়েছে নির্ধারিত আসনের ৮৮ %। একই সময় বাংলাদেশ বিমান পেয়েছে ৪০%। ফেব্রুয়ারি মাসে ইউএস বাংলা ৯৩% এবং বিমান ৫১?, মার্চআসে ইউএস বাংলা ৮০% এবং বিমান ৪০%, এপ্রিল মাসে ইউএস বাংলা ৭১% এবং বিমান ৫৫ %, মে মাসে ইউএস বাংলা ৪১% এবং বিমান ৪৩%, জুল মাসে ইউএস বাংলা ৪০% এবং বিমান ৪২%, জুলাই মাসে ইউএস বাংলা ৮৫% এবং বিমান ৫১% এবং আগস্ট মাসে ইউএস বাংলা ৬৫% ও বিমান ৪২% যাত্রি পরিবহন করেছে। একই সাথে সাড়ে ৮ লাখ লক্ষ্যমাত্রার বিপরিতে আগস্ট মাসে বরিশাল থেকে হেকে বাংলাদেশ বিমানের আয় ছিলো প্রায় এক কোটি ৫ লাখ টাকা। জুলাই মাসে আয় ছিলো ৪৭ লাখ টাকা। এসব আয়ের কোথাও লোকসানের লেশমাত্র নেই। এর পরেও বরিশালের আকাশপথে ফ্লাইট চলাচলের এমন আশুভ সংবাদে বিচলিত রয়েছেন যাত্রিরা। তাদের মতে জরুরি প্রয়োজনে বরিশাল বিমানবন্দর সচল রাখা একান্ত দরকার। তারা ফ্লাইট বাতিলের পরিবর্তে নিয়মিত ফ্লাইট চেয়েছেন। বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন। বরিশালের আকাশপথ সচল রাখতে সংশ্লিষ্ট সব মহলের সাথে আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।