মুরতজা আবেদীনের ওপর হামলা পূর্বপরিকল্পিত এবং সেটা রাজনৈতিক কারনে হতে পারে মুরতজা আবেদীনের ওপর হামলা পূর্বপরিকল্পিত এবং সেটা রাজনৈতিক কারনে হতে পারে - ajkerparibartan.com
মুরতজা আবেদীনের ওপর হামলা পূর্বপরিকল্পিত এবং সেটা রাজনৈতিক কারনে হতে পারে

3:26 pm , September 4, 2023

জেলা ও মহানগর জাপার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগরের আহবায়ক সিটি কাউন্সিলর এ্যাড. একেএম মর্তুজা আবেদীন এর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে এ সংবাদ সম্মেলন করেছে জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য একেএম মোস্তফা লিখিত বক্তব্যে বলেন, বরিশাল সিটি কর্পোরেশন এর পরপর ৫ বার নির্বাচিত কাউন্সিলর এ্যাড. একেএম মর্তুজা আবেদীন। তার উপর রোববার শ্রমিকলীগের মহানগরের সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্না ও তার সহগযোগীরা পূর্বপরিকল্পিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে মুরতজা আবেদীনের লাইসেন্স করা পিস্তল ছিনতাই করতে অপপ্রয়াস চালায় যা ভিডিওতে পরিস্কার। মুরতজা আবেদীনের ওপর পূর্বপরিকল্পিত হামলা করার পরও মান্না মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে প্রশাসন সহ বরিশাল বাসীকে বিভ্রান্ত করেছে। যা মুরতজা ভাইয়ের নিজের করা ভিডিওতে দেখা গেছে।
মান্নাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি বলেন, ঘটনার সময় মুরতজা আবেদীন বরিশাল নগরীর পোর্ট রোড সেটেলমেন্ট অফিস থেকে অফিসিয়াল কাজ শেষে রাস্তায় বের হলেই পরিকল্পিত ভাবে মান্না তার বাহিনী নিয়ে রাস্তার উপর প্রকাশ্য দিবালকে অশালীন ভাষায় গালাগালি করে। পরবর্তীতে অতর্কিত হামলা চালায় পেছন থেকে গলা জাপটে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টা চালায়। সেইসাথে মুরতজা ভাইয়ের বৈধ লাইসেন্সকৃত পিস্তল ছিনতাইয়ের চেষ্টা করে রইজ আহম্মেদ মান্না সহ তার ২০/২৫ জন সহযোগী। অস্ত্র ছিনিয়ে নিতে না পেরে সন্ত্রাসী মান্না ও তার সহযোগীরা মুরতজা ভাইয়ের অস্ত্র ধরে রেখে গুলির নাটক সাজায় এবং পুলিশকে ফোন করে থানায় সোপর্দ করে।
তিনি বলেন, ওই ঘটনায় অ্যাডভোকেট এ কে এম মুরতজা আবেদীন ভাইয়ের মোবাইল সহ পোর্ট রোডের সিসিটিভি ফুটেজ থেকেই প্রকৃত ঘটনা পাওয়া যাবে। গতকালকের ঘটনায় বরিশাল সহ পুরো দেশবাসী এরইমধ্যে সত্য টা জানতে পেরেছে। কিন্তু অপরাধীরা এখনও বুক ফুলিয়ে চলছে শহরে, এদেরকে প্রতিহত করতে না পারলে আজকে মুরতজা ভাইয়ের মত আগামীতে আপনি, বা আমরা হব তাদের শিকার, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
তিনি বলেন, বিষয়টি তাৎক্ষনিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানতে পেরেছেন। তারা এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। আমরা এরইমধ্যে মামলা দায়েরের প্রস্তুতিও নিয়েছি। কিন্তু গতকাল থানা পুলিশ আমাদের পক্ষ থেকে মামলার কথা বলা হলেও তা নেয়নি।
তিনি বলেন, আমরা মনে করি মুরতজা ভাইয়ের ওপর হামলা পূর্বপরিকল্পিত এবং সেটা রাজনৈতিক কারনে হতে পারে।
তিনি বলেন, বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টি আজ ঐক্যবন্ধ আমাদের মধ্যে আজ কোন ভেদাভেদ নাই। এ কে এম মুরতজা আবেদীন ভাইয়ের মত সম্মানিত, সজ্জন ব্যাক্তির সাথে যে অন্যায় করা হয়েছে জাতীয় পাটি পরিবার তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। মুরতজা ভাইয়ের উপর হামলাকারী বরিশাল মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্না সহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানাই। মুরতজা ভাইয়ের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে জাতীয় পার্টি পরবর্তীতে কঠোর কর্মসূচি দিয়ে এদের প্রতিহত করবে।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতা বশির আহম্মেদ ঝুনু বলেন, পুলিশ আমাদের সহযোগীতা করছে কি না সেটা বলছি না। তবে তারা গতকাল মামলা নেয়নি। এমনকি মুরতজা ভাইয়ের লাইসেন্স করা পিস্তল রেখে দিয়ে তাকে অনিরাপদভাবে বাড়িতে পাঠিয়ে দেয়। আমরা আশা করেছিলাম তার নিরাপত্তার জন্য বাড়ি পর্যন্ত পুলিশ যাবে। এখন আমরা আবারও মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি, সেটি থানা পুলিশ না নিলে আদালতে করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম মোস্তফা। সংবাদ সম্মেলনে বরিশাল মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এম এ জলিল, মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু , মহানগর জাপার যুগ্ম আহবায়ক আকতার রহমান সপ্রু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বশির আহম্মেদ ঝুনু, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়নাল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির জেলা সভাপতি কামরুজ্জামান চৌধুরী কামাল, জাতীয় যুব সংহতি জেলা আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত, জাপা নেতা ফোরকান তালুকদার, রেদোয়ান চৌধুরী ইরান, আঃ খালেক হাওলাদার, নূরে আলম সিদ্দিকী, শেখ আনোয়ার, মহানগর যুব সংহতির আহবায়ক গিয়াস উদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড জাপা সভাপতি মোঃ সোহরাব হোসেন মৃধা, ১৪নং ওয়ার্ড সভাপতি সৈয়দ মিজানুর রহমান রতন, জাতীয় ছাত্র সমাজ বরিশাল জেলা আহবায়ক আশিকুর রহমান, মহানগর আহবায়ক হাওলাদার মোঃ জাহিদ সহ জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT