দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না -অধ্যক্ষ আলমগীর দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না -অধ্যক্ষ আলমগীর - ajkerparibartan.com
দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না -অধ্যক্ষ আলমগীর

3:55 pm , September 3, 2023

কাউখালী  প্রতিবেদক ॥ পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না। এজন্য এক দফা আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাতে কাউখালী উত্তর বাজার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব গাজী ওহিদুজ্জামান লাভলু, জেলা  বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস,এম আহসান কবীর, সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সালাম বাতেন,  সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু। বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, বিএনপির সিনিয়র সদস্য শাহ ইমরান ফারুক, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, উপজেলা তাতি দলের সভাপতি সালাহ উদ্দিন , কৃষক দলের সভাপতি ফারুক হোসেন। উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের আহ্বায়ক এনায়েত হোসেন মন্টু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান তালুকদার, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT