ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি - ajkerparibartan.com
ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি

3:50 pm , September 3, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারন করেছে। সেপ্টেম্বরের প্রথম ৩ দিনেই নতুন করে আরো হাজার খানেক ডেঙ্গু রোগী এ অঞ্চলের সরকারী হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। গত ৩ দিনে মারা গেছেন আরো ৪ জন। এনিয়ে সরকারী হাসপাতালগুলোতে মৃতের সংখ্যা ৪৫ জনে উন্নীত হলো। মোট রোগী ভর্তির সংখ্যা প্রায় ১৫ হাজার। এরমধ্যে শুধু গত মাসেই সরকারী হাসপাতালগুলোতে প্রায় সাড়ে ৮ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর এ পর্যন্ত ডেঙ্গুতে যে ৪৫ জনের মৃত্যু হয়েছে, তার ২৯ জনই মারা গেছেন গত মাসে। অপরদিকে মোট মৃতদের মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ২৮ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। অপরদিকে হাসপাতালের ডেঙ্গু রোগীর জন্য ভিন্ন কোন স্থান না থাকায় মেডিসিন ওয়ার্ডে গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন রোগীরা। হাসপাতালের ভিতরে প্রচন্ড গরমে সুস্থ হতে আসা রোগীরা আরো অসুস্থ্য হয়ে পড়ছেন। এছাড়া দ্বীপজেলা ভোলাতে ৭ জন এবং পিরোজপুরে ৪জন, বরগুনাতে ৩ জন এবং পটুয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এবার ডেঙ্গুতে মৃত ৪৫ জনের মধ্যে অন্তত ৩০ জনই নারী। এবার শহরের মত গ্রামাঞ্চলেও বিপুল সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে ভর্তিকৃত ও মৃতদের একটি বড় অংশই পল্লী এলাকার বলে জানা গেছে। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় বয়স্কদের সংখ্যাই বেশী। গত আগষ্টের পুরো মাস জুড়ে বরিশাল বিভাগের সর্বত্রই ডেঙ্গু রোগীর সংখ্যা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় সরকারী হাসপাতালগুলোর মেঝেতেও অনেক রোগীর ঠাঁই মেলেনি। এমনকি গত মাসের মধ্যভাগে এক দিনে সরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা ৪শর ওপরে উঠলেও পরে তা ৩শ এর নিচে নামলেও গত ৩ দিনে পরিস্থিতির আবার অবনতি ঘটেছে। ১ সেপ্টেম্বর ভর্তি রোগীর সংখ্যা ২৫৬ হলেও পরদিনই তা ৩০৫ জনে উন্নীত হবার পরে ৩ সেপ্টেম্বর সংখ্যাটা ৩৪৮ এ  উন্নীত হয়েছে। পাশাপাশি ২ সেপ্টেম্বর ১ জনের মৃত্যুর পরে রোববার (৩ সেপ্টেম্বর) এক দিনেই আরো ৪ জনের মৃত্যুর খবর দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতার সাথে সিটি করপোরেশন ও পৌরসভা সহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো অধিকতর সচেতন হবার অনুরোধ করেছেন। কিন্তু এযাবত কালের সর্বাধিক সংখ্যক মানুষ মশাবাহী ডেঙ্গুতে আক্রান্তের পরেও বরিশাল মহানগরী সহ সমগ্র দক্ষিণাঞ্চলে তেমন কোন প্রতিকার লক্ষনীয় নয়।
সরকারী হাসপাতালে গত ৪ মাসে প্রায় ১৫ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হলেও বাস্তবে এর তিন গুনেরও বেশী মানুষ মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মৃতের সংখ্যাও সরকারী হিসেবের চেয়ে আরো বেশী বলে মনে করছেন এসব চিকিৎসকরা। তাদের মতে ডেঙ্গু আক্রান্তের প্রায় সবাই প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকের স্মরনাপন্ন হয়ে চিকিৎসা শুরু করছেন। এদের মধ্যে যাদের অবস্থা সংকটাপন্ন তারাই শুধু সরকারী হাসপাতালে ভর্তি হয়ে থাকেন। চিকিৎসকদের মতে, সময়মত চিকিৎসায় ৯৯ভাগ মানুষই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন। তবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহনের বিকল্প নেই। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের মতে, ডায়রিয়া ও করোনার মত ডেঙ্গু আক্রান্তের সংখ্যায়ও বরিশাল শীর্ষে। জেলার ১০টি উপজেলায় রোববার পর্যন্ত সাড়ে ৫ হাজারেরও বেশী ডেঙ্গু রোগী সরকারী হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। যারমধ্যে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই সাড়ে ৩ হাজারের বেশী রোগী ভর্তি হয়েছেন। এখানে মৃত্যু হয়েছে ২৮ জনের। পটুয়াখালীতেও   ৪ হাজারের বেশী নারী-পুরুষ ও শিশু ডেঙ্গু রোগী সরকারী হাসপাতালে ভর্তি হলেও প্রথম মৃত্যুর খবর এল শনিবার। ভোলাতে ভর্তিকৃত রোগীর সংখ্যা প্রায় ১৭শ। মারা গেছেন ৭ জন। পিরোজপুরে ভর্তিকৃত প্রায় আড়াই হাজার রোগীর মধ্যে ৩ জন মারা গেছেন। বরগুনাতেও ভর্তিকৃত প্রায় দেড় হাজার রোগীর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। ঝালাকাঠী জেলায় প্রায় ৪শ রোগী হাসপাতালে ভর্তি হলেও কোন মৃত্যু নেই।
এদিকে রোববার দুপুর পর্যন্ত বরিশাল বিভাগের ৬টি জেলার দুটি মেডিকেল কলেজ হাপাতাল ছাড়াও ৬টি জেলা সদরের জেনারেল হাসপাতাল ও ৪২টি উপজেলা হাসপাতালে ৯১৯ জন ডেঙ্গুু রোগী চিকিৎসাধীন ছিলেন। যারমধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালেই ২১০ জন চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। রোববার সকালের পূর্ববর্র্তী ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের সরকারী হাসপাতালগুলোতে আরো ৩৪৬ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছেন। আর এ পর্যন্ত সরকারী হাসপাতালগুলোতে ভর্তিকৃত প্রায় ১৫ হাজার ডেঙ্গু রোগীর মধ্যে ১৩ হাজার ৬৩৭ জনই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ইতোমধ্যে। এ তথ্য বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT