রাতে নয়, নির্বাচন হতে হবে সবার অংশগ্রহনে : মাহবুব রাতে নয়, নির্বাচন হতে হবে সবার অংশগ্রহনে : মাহবুব - ajkerparibartan.com
রাতে নয়, নির্বাচন হতে হবে সবার অংশগ্রহনে : মাহবুব

4:15 pm , September 2, 2023

ভোলা অফিস ॥ ২০১৮সালের মত ২০২৪ সালের নির্বাচন হতে দেয়া হবে না। এদেশে আর রাতে নয়,নির্বাচন হবে দিতে শান্তিপুর্ন পরিবেশ ও সবার অংশগ্রহনে দিনের আলোতে। এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন নয়। জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। গতকাল শনিবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাস টার্মিনালের খোলা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তৃণমুল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান। তিনি আরো বলেন, এই দেশের মানুষ আর রাতের ভোটকে মেনে নিবে না। নির্বাচন হতে হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ। যাতে দেশের মানুষ শান্তিপুর্ন পরিবেশে ভোট দিতে পারে। প্রধান অতিথি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, এই সরকার মানুষের স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হচ্ছে। অথচ কাদের সাহেবরা অসুস্থ্য হলে সিঙ্গাপুর চলে যান। আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি এইচএম মাহামুদুল হাসান এর সভাপতিত্বের সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী,সিনিয়র সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান আজাদী, সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেকসহ স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT