4:14 pm , September 2, 2023

কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। শনিবার উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমানে বাজারে সবজির দাম এতই বেশি যে সাধারণ ক্রেতারা সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। অতিরিক্ত দামের কারণে অনেকেই এক কেজির স্থলে মাত্র আধা কেজি সবজি ক্রয় করছে। বাজার করতে এসে হাফেজ মাসুম বিল্লাহ জানান, সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। আমাদের মত সাধারন ক্রেতাদের পক্ষে সবজি ক্রয় করা কঠিন হয়ে পড়েছে। দিনমজুর শুকুর আলী আক্ষেপ করে বলেন, অনেক আগেই মাছ মাংস কেনা বন্ধ করে দিয়েছি ।এখন দেখছি সবজি ক্রয় করা বন্ধ হয়ে যাবে। ছেলে মেয়েদের নিয়ে কি খাব। হতাশার মধ্যে আমাদের দিন কাটছে। মধ্যবিত্ত ফ্যামিলিরা লজ্জায় কিছুই বলতে পারছে না।
এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সবজি বাজার সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে বিক্রি করছে। ভুক্তভোগীরা বলেন, বাজার মনিটরিং জোরদার না করলে সকল প্রকার দ্রব্যের দাম অসাধু ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমত বাড়িয়ে বিক্রি করবে। এ ব্যাপারে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান বলেন, বাজার মনিটরিং আমরা জোরদার করছি। যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।