4:14 pm , September 2, 2023

বিশেষ প্রতিবেদক ॥
কার আমলে এতো সুন্দর হয়েছে
বাংলাদেশ এবার হইয়াছে ঠিক,
দেশে আইলো আওয়ামী লীগ।
ঠিক ঠিক ঠিক।।
কাঁঠালবাড়ী -কাওরাকান্দি সবার মুখে ফুটছে হাসি
কি সুন্দর পদ্মা সেতু শেখ হাসিনা বানাইছে ।
কার আমলে এত সুন্দর হইয়াছে।
এভাবেই স্বরচিত গান গেয়ে এখন জীবনের নিরাপত্তা খুঁজে বেড়ান বৃদ্ধ গায়ক ও গীতি কবি রফিক ফকির। এক সময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার রফিকুল ইসলাম ফকির। দুর্ঘটনার শিকার হয়ে এক পায়ে আঘাত পাওয়ার পর থেকে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। কিছুটা সুস্থ্য হওয়ার পর লাঠিভর দিয়ে কোনোভাবে হাঁটাচলা করতে পারলেও এখন আর রিকশা চালাতে পারেন না তিনি। আবার মানুষের কাছে হাত পেতে ভিক্ষাও চাইতে পারেন না। বলেন, ‘ভিক্ষা বড় লজ্জার ভাই। ‘
বরিশাল জিলাস্কুলের সামনে সুমনের চা দোকানে এসে মাঝেমধ্যে চুপচাপ বসে থাকতে দেখা যায় বয়োবৃদ্ধ (৬৫) এই মানুষটিকে। সেখানেই আলাপ তার সাথে। নিজের লেখা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নিয়ে একটি গীতি কবিতা নিজেই সুর করে গেয়ে শুনালেন।
জানা গেল, বিভিন্ন স্থানে এভাবে নিজের লেখা গান গেয়ে উপার্জন চেষ্টা তার। বললেন, মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো ১৫ বছর। ৭৩ সালে জাতির জনককে কাছ থেকে দেখেছেন তিনি। মিছিল মিটিং এ ছুটে আসতেন তখন। বঙ্গবন্ধুকে ভালোবেসেও গান লিখেছেন তিনি। গেয়েছেন স্থানীয় আওয়ামী লীগের মঞ্চে। বাবুগঞ্জ উপজেলার ৬ নং মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রামের বাসিন্দা রফিক ফকির। সংসারে দুই মেয়ে ও এক ছেলে তার। বড়ো মেয়েটিকে বিয়ে দিয়েছেন। ছেলেটাও স্ত্রী- সন্তান নিয়ে আলাদা হয়ে ঢাকায় চলে গেছে। ঘরে এখন স্ত্রী ও বিবাহযোগ্য মেয়ে নিয়ে বড় কষ্টের জীবন। এমনটা বলে কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধ রফিক ফকির। তারপরও চমৎকার কণ্ঠে গান ধরেন… কার আমলে এতো উন্নয়ন হয়েছে…
আওয়ামী লীগ ছাড়া আর কে এমন কইরাছে?
ঠিক ঠিক ঠিক
দেশে উন্নয়নে শুধু আওয়ামী লীগ।