4:12 pm , September 2, 2023
খবর বিজ্ঞপ্তি ॥ একুশে টেলিভিশনের বিপণন ব্যবস্থাপক (ডিজিটাল) কার্তিক চন্দ্র দাস ও গণমাধ্যমকর্মী উজ্জল দাসের মা সুনীতি রাণী দাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ । এ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় পারিবারিকভাবে হরি মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে। সুনীতি রাণী দাসের স্বর্গীয় আত্মার শান্তি কামনায় সকল শুভানুধ্যায়ীর কাছে প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। সুনীতি রাণী দাস ঝালকাঠির নলছিটি শ্রী শ্রী হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি পরেশ চন্দ্র দাসের সহধর্মিণী। ২০২০ সালের এই দিনে তিনি পরলোকগমন করেন।