4:11 pm , September 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মাদক বিরোধী অভিযানে পুলিশের হাটে আটক ব্যবসায়ী দিগম্বর হয়ে আচমকা দৌঁড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়ীয়া বিশারদ গ্রামের গাজী বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। যদিও এ ঘটনায় আটক পালিয়ে যাওয়া আফজাল হোসেনসহ আটক তার স্ত্রী ও সহযোগীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা মামলায় আসামী করেছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানাগেছে, তালিকাভুক্ত মাদক কারবারি আফজাল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশের একটি দল টুঙ্গিবাড়িয়ার বিশারদ গ্রামের গাজী বাড়ী আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে আফজালের ঘরে তল্লাশি চালিয়ে ৩০পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি আফজাল ও তার স্ত্রী রোজিনা বেগম(২৭) এবং তাদের সহযোগী হিরন মিয়া (২৩) কে আটক করা হয়। তবে হ্যান্ডকাপ পরানোর আগেই লুঙ্গি খুলে দ্বিগম্বর হয়ে আচমকা দৌঁড় দিয়ে পালিয়ে যায় আফজাল। পুলিশ তাকে ধরার জন্য পিছু নিলেও আর আটক করতে পারেনি।আটক হয় আফজালে স্ত্রী রোজিনা ও তাদের সহযোগী হিরন মিয়া। স্থানীয়রা জানিয়েছেন আটককৃতরা সকলেই একই বাড়ির বাসিন্দা এবং এলাকায় চিহ্নত মাদক ব্যবসায়ী। শনিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুর রহমান মুকুল বলেন, ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় তিনজনের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক রেজিনা বেগম ও তার সহযোগী হিরনকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আফজাল হোসেনকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের আধারে ওইভাবে সে পালিয়ে যাবে তা অভিযানিক দলের সদস্যরা বুঝতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।