চিকিৎসকের অন্ত:স্বত্তা স্ত্রী মারা গেলেন ডেঙ্গুতে চিকিৎসকের অন্ত:স্বত্তা স্ত্রী মারা গেলেন ডেঙ্গুতে - ajkerparibartan.com
চিকিৎসকের অন্ত:স্বত্তা স্ত্রী মারা গেলেন ডেঙ্গুতে

4:09 pm , September 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলা হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মনতোষ হালদারের ৮ মাসের অন্ত:স্বত্তা স্ত্রী মনিকা শাওজাল (২৯) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে মনতোষ হালদারের সহকর্মী জাহিদ হোসেন বলেন, আটদিন পূর্বে ডেঙ্গুতে আক্রান্ত হয় মনতোষের অন্ত:স্বত্তা স্ত্রী মনিকা। চারদিন উপজেলা হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত পৌনে এগারটার দিকে মারা যায় মনিকা। তিনি আরও বরেন, শনিবার দুপুরে মরদেহ আগৈলঝাড়া উপজেলার ওই চারমাঠ এলাকার পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT