২০ বছর পর বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া ২০ বছর পর বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া - ajkerparibartan.com
২০ বছর পর বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া

4:06 pm , September 2, 2023

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে আক্তার উজ জামান মিলনকে সভাপতি ও মনির হোসেন রুমনকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি।  এরপর দীর্ঘ ২০ বছরে নতুন কমিটি গঠন করা আর সম্ভব হয়নি। ছাত্রলীগ সভাপতি আক্তার উজ জামান মিলন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে একাধিকবার বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হলেও অদৃশ্য কারণে গঠন করা সম্ভব হয়নি নতুন কমিটি। মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগ কমিটি গঠনের সর্বশেষ সিদ্ধান্ত নেয় জেলা কমিটির নেতৃবৃন্দ।  সিদ্ধান্ত অনুযায়ী গত ২৩ জুলাই পদ প্রত্যাশীদের কাছে চাওয়া হয় আবেদন।  এতে সভাপতি ও সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে পদ প্রত্যাশী ১৫৭ জন ছাত্রলীগ নেতা আবেদন করেন। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী অনুর্ধ্ব ২৯ বছর বয়সী, অবিবাহিত , বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ড কর্তৃক ছাত্র/ছাত্রী  বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য হতে পারবে। তবে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ প্রত্যাশী হিসেবে ১৫৭ জনের দাখিলকৃত আবেদনে অনেক ছাত্রলীগ নেতার বয়স ছাত্রলীগের গঠনতন্ত্রের নিয়ম অতিক্রম করেছে। এমনকি একাধিক ছাত্র নেতা বিবাহিত এবং সন্তানের বাবা। আবেদন যাচাই-বাছাই শেষে জেলা ছাত্রলীগ বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের একটি আহবায়ক কমিটি ঘোষণার উদ্যোগ গ্রহণ করেন।  যাকে আহবায়ক করা হচ্ছে তার বয়স প্রায় ৪৩ বছর। বিবাহিত এই ছাত্রলীগ নেতার ছাত্রত্ব ২০১৭ সালে শেষ হয়েছে। ওই ছাত্রলীগ নেতার নাম কাজী ইয়াসির আরাফাত সোহেল। কাজী ইয়াসির আরাফাত সোহেলের বড় ভাই কাজী সজল বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা। সজল বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর সরাসরি বিরোধীতা করেন। তবুও সেখানে বিপুল ভোটে নৌকা মনোনীত প্রার্থী মোঃ মশিউর রহমান নির্বাচিত হন। বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে যাদেরকে যুগ্ম আহবায়ক ও সদস্য করা হয়েছে তাদের  অধিকাংশের বয়স ৪০ এর ঘরে। এছাড়াও বেশ কয়েকজন ছাত্রলীগে নেতার বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, আগস্টের পরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা হতে পারে। কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের বায়োডাটা নেয়া হয়েছে। বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আকতার উজ জামান মিলন বলেন, উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করবেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাততো বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT