বাউফলে পৃথক ঘটনায় দুই জনের লাশ উদ্ধার বাউফলে পৃথক ঘটনায় দুই জনের লাশ উদ্ধার - ajkerparibartan.com
বাউফলে পৃথক ঘটনায় দুই জনের লাশ উদ্ধার

4:00 pm , September 1, 2023

বাউফল প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলে শ্বশুরবাড়ি থেকে বাবু তালুকদার (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ ও খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর নয়ন খাঁন (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের কচুয়া এলাকার কবির হাওলাদারের বাড়ি থেকে এবং একইদিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বীপাশা খাল থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT