বাবুগঞ্জে রাতের আধারে কৃষকের ধানের চারা উপড়ে ফেললো প্রতিপক্ষরা বাবুগঞ্জে রাতের আধারে কৃষকের ধানের চারা উপড়ে ফেললো প্রতিপক্ষরা - ajkerparibartan.com
বাবুগঞ্জে রাতের আধারে কৃষকের ধানের চারা উপড়ে ফেললো প্রতিপক্ষরা

3:55 pm , September 1, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের ইউনুস মোল্লা নামে এক কৃষকের ১ একর ৩২ শতাংশ জমির আমন ধানের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত ২৯আগষ্ট মঙ্গলবার রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতেরদিয়া গ্রামে। এ ঘটনায় ইউনুস মোল্লার ছেলে মোঃ সাব্বির হোসেন বাদি হয়ে বেল্লাল হাওলাদার, সরোয়ার হাওলাদার, আলতাফ হাওলাদার, টিপু হাওলাদার ,লাল মিয়া,রফিক,রিয়াজ,মিলন হোসেনসহ ১০জনকে বিবাদী করে বাবুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার দক্ষিন ভূতেরদিয়া গ্রামের  আমিন উদ্দিন মোল্লার মৃত্যুতে তার ছেলে মোঃ  ইউনুস মোল্লা ও তার ভাইয়ের ছেলেরা ১৯৪০ সাল থেকে ১একর ৩২শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। ওই সম্পতির প্রতি লোলুপ দৃষ্টি পরে মৃত মকবুল হাওলাদারের ছেলে  বেল্লাল হাওলাদার গংদের । ইউনুস মোল্লা,সোবাহান মোল্লা গংদের ১ একর ৩২ শতাংশ জমির আমন ধানের চারা উপড়ে ফেলে প্রতিপক্ষ। এ ঘটনার প্রতিবাদ করলে ইউনুস মোল্লা ও সোবাহান মোল্লার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি দেয় ভূমি দস্যুরা। এ ব্যাপারে ভুক্তভোগীরা বলেন,আমাদের পূর্ব পুরুষরা ১৯৪০সালে ১ একর ৩২ শতাংশ জমি  ক্রয় করার পর থেকে আমরা ওই সম্পতি ভোগ দখল করে আসছি। সম্প্রতি ভূমিদস্যুরা ভুয়া দলির বানিয়ে ওই জমি দাবি করেন। এনিয়ে  স্থানীয়ভাবে সালিশ বৈঠকে প্রতিপক্ষরা সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ওসি তুষার কান্তি মন্ডল বলেন, আমন ধান উপড়ে ফেলার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT