পাথরঘাটায় আগ্নেয়াস্ত্র গুলি ও মদসহ আটক ১ পাথরঘাটায় আগ্নেয়াস্ত্র গুলি ও মদসহ আটক ১ - ajkerparibartan.com
পাথরঘাটায় আগ্নেয়াস্ত্র গুলি ও মদসহ আটক ১

3:52 pm , September 1, 2023

পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটায় আগ্নেয়াস্ত্র,গুলি ও বিদশেী মদসহ একজনকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টায় উপজেলার মুন্সিরহাট এলাকায় বিআরটিসি বাস থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সাতক্ষীরার তালা উপজেলার আনসারউল্লাহ আজাদের ছেলে শেখ মোমিনুর ইসলাম (৩২)। কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট হাসান মেহেদী এর নেতৃত্বে  উপজেলার মুন্সীরহাট খাল সংলগ্ন বেইলী ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী একটি যাত্রীবাহী বাস (বিআরটিসি) তল্লাশীকালে ৫ টি অবৈধ এয়ারগান, একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি, এক বোতল বিদেশী মদসহ শেখ মোমিনুর ইসলাম  কে আটক করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT