3:51 pm , September 1, 2023
![](https://ajkerparibartan.com/wp-content/uploads/2023/09/Untitled-4-copy.jpg)
সভাপতি দীপু তালুকদার-সেক্রেটারী রিয়াজ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদকে প্রধান উপদেষ্টা। এবং দীপু তালুকদারকে সভাপতি ও রিয়াজকে সেক্রেটারী করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর জেলার স্বরূপকাঠি এলাকার ছারছীনা দরবারে বসে এ কমিটি গঠন করা হয়। এর আগে সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর আমতলা মডেল মসজিদ প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের বিভাগীয় সম্মেলনের শুভ উদ্বোধন করেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। পরে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সকল সদস্যবৃন্দ ছারছীনা দরবার শরীফে সালাতুল জুমা আদায় করে মাজার জিয়ারত শেষে সংগঠনের কমিটি ঘোষনা করা হয়।এ সময় ছারছীনা দারুসসুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড.সাইয়েদ শরাফত আলী সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।