রাজনীতিতে দীর্ঘদিন অনুপস্থিত ব্যক্তি হতে চান যুবদলের সভাপতি রাজনীতিতে দীর্ঘদিন অনুপস্থিত ব্যক্তি হতে চান যুবদলের সভাপতি - ajkerparibartan.com
রাজনীতিতে দীর্ঘদিন অনুপস্থিত ব্যক্তি হতে চান যুবদলের সভাপতি

3:52 pm , August 31, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারবার অংশগ্রহণকারী মোঃ ফারুক হোসেন মোল্লা আবারো যুবদলের শীর্ষ পদ পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন। আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় থাকা ফারুক হোসেন মোল্লা ইউনিয়ন যুবদলের সভাপতির পদ ভাগাতে কেন্দ্রীয় এবং স্থানীয় যুবদলের নেতৃবৃন্দের মাধ্যমে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে আহবায়ক পদটি নেওয়ার চেষ্টা করছেন । যার ফলে মামলা হামলার শিকার তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী কর্মীরা কোনঠাসা হয়ে পড়েছে । ফারুক হোসেন মোল্লা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে সকলের কাছে পরিচিত।  তৃণমূলের কর্মীরা মনে করেন  এই ধরনের লোককে যদি যুবদলে স্থান দেওয়া হয় তাহলে বিএনপি কোনঠাসা হয়ে পড়বে ।
এছাড়া ফারুক মোল্লার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে সে বিগত ৩ বছর ধরে ইউনিয়ন যুবদলের দায়িত্বশীল পদে থাকার পরেও দলীয় কোন কর্মসূচীতে অংশ নেননি । খোঁজ নিয়ে জানাগেছে যুবদলের আহবায়ক প্রার্থী ফারুক মোল্লা ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। এখন শুধু যুবদলের পদটি ভাগিয়ে নিতে বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রাকিবুল হাসান খান রাকিবের সাথে এককভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে য্বুদলের গুরুত্বপূর্ন পদ পেতে চাইছেন। বাবুগঞ্জ উপজেলা য্বুদলের আহবায়ক রকিবুল হাসান খান রকিবের সাথে মুঠোফেনে কথা হলে তিনি বলেন, আমি উপজেলার যুবদলের দায়িত্ব গ্রহন করার পর ফারুক মোল্লা প্রতিটি প্রোগ্রামে অংশ গ্রহন করেছে। তবে মাঝেমধ্যে দু’একটি প্রোগ্রামে হয়তো থাকতে পারেনি। ইতিপূর্বে ফারুক মোল্লা সাধারন সম্পাদক ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT