3:52 pm , August 31, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল বিকেলে সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের তালতলা বাজার মিলঘরের সামনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় উম্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। নথুল্লাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ কবির হোসেনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাদের, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠি। এছাড়াও উপস্থিত ছিলেন এনজিও কর্মী লিটন চক্রবর্তী, নারী উদ্যোক্তা আসমা বেগম প্রমূখ। উম্মুক্ত বৈঠকে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, ডেঙ্গু প্রতিরোধ, মাদক পাচার ও ব্যবহার প্রতিরোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার প্রতিরোধ, যৌন হয়রানি প্রতিরোধ, পানিতে ডুবে শিশু মৃত্যুরোধ, অটিজম, তথ্য অধিকার আইন-২০০৯ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।