কাউখালীতে নকল করার অপরাধে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার কাউখালীতে নকল করার অপরাধে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার - ajkerparibartan.com
কাউখালীতে নকল করার অপরাধে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার

3:51 pm , August 31, 2023

কাউখালী  প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে আলিম ও এইচএসসি পরীক্ষায় ৪ জন পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে। এইচএসসি (বিএম) শাখা এবং  আলিম পরীক্ষায় নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার কাউখালী সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে ও কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসা কেন্দ্র থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। সহকারি কমিশনার (ভুমি) বায়েজিদুর রহমান  তাদের বহিষ্কার করেন। পরীক্ষা কেন্দ্রের সচিবরা জানান, পরীক্ষার হল পরিদর্শন করার সময় নকলের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। এ সময় কাউখালী আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে ২জন, কাউখালী সরকারি বালক বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT