পরিসংখ্যান ব্যুরোর বিভাগীয় স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত পরিসংখ্যান ব্যুরোর বিভাগীয় স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত - ajkerparibartan.com
পরিসংখ্যান ব্যুরোর বিভাগীয় স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

3:49 pm , August 31, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গুণগত উপাত্ত ব্যবস্থাপনা এবং টেকসই, পরিসংখ্যান প্রণয়নের লক্ষ্যকে সামনে রেখে সঠিক, সময়োপযোগী ও নির্ভরযোগ্য পরিসংখ্যান পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ্, জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোঃ মতিয়ার রহমান। তথ্য উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক (বিবিএস) মোঃ দিলদার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো: শওকত আলী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে নিয়মিত মান সম্মত ও নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রণয়নে কাজ করে যাচ্ছে। সঠিক পরিকল্পনা সুষম উন্নয়নের পূর্বশর্ত। আর সঠিক পরিকল্পনার জন্য দরকার সঠিক পরিসংখ্যান। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা, এসডিজির ইন্ডিকেটরসমূহ ও পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা, ডেল্টা প্লান বাস্তবায়ন ও পরিবীক্ষণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কে তথ্য-উপাত্ত সরবরাহে অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে।  বিদ্যমান এনএসডিএস সংশোধন ও হালনাগাদ এই দায়িত্বকে আরও বেগবান করবে। অনুষ্ঠানে বরিশাল বিভাগের মাঠ পর্যায়ের সকল সংস্থা প্রধান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বরিশাল বিভাগের সকল জেলার উপপরিচালক, এনএসডিএস টিম এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT