4:22 pm , August 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের শীর্ষ মাদক ব্যবসায়ী হিরা মাঝিকে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হিরা মাঝি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকার ইঙ্গুল মাঝির ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ১৫ টি মামলা রয়েছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী হিরা মাঝিকে ৩০৩ পিস ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিলসহ গৌরনদী থানা পুলিশ গ্রেফতার করেছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী হিরা মাঝির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।