4:21 pm , August 29, 2023

উজিরপুর প্রতিবেদক ॥ সুদের টাকার চাপ সইতে না পেরে বরিশালের উজিরপুরের খোলনা গ্রামে নিকু বেগম (৫৫) নামে এক গৃহবধূ মুরগীর খামারে গলায় ফাঁস দিয়ে অতœহত্যা করেছে। গত ২৯ আগষ্ট মঙ্গলবার ভোর ৫টার দিকে উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিকু বেগম খোলনা গ্রামের দিনমজুর সুজন খানের স্ত্রী ও ৩ সন্তানের জননী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিকু বেগম তার সংসারের অভাব অনটনের কারণে গ্রাম্য দাদন ব্যবসায়ীর কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন। সুদের টাকা পরিশোধ না করার কারনে ২৮ আগস্ট সোমবার দিবাগত রাতে একাধিক স্থানীয় প্রভাবশালীরা রাত ২টা পর্যন্ত সুদের টাকার বিষয় নিয়ে নিকু বেগমের ঘরে দেনদরবার করেন। তারা চলে যাওয়ার পরপরই দরিদ্র নিকু বেগম গলায় ফাঁস দিয়ে অতœহত্যা করেন। নিকু বেগমের মেয়ে সাথী বেগম (২৫) বলেন, তার মায়ের মূত্যুর জন্য সুদ ব্যবসায়ী ছাড়াও আমার মামা দায়ী । মামা পিপুল সরদার তাদের জমি আটকে রেখেছে। জমি বিক্রি করে মা নিকু সুদের টাকা পরিশোধ করতে চেয়েছিলো। তা না হওয়ার কারনে মাকে দুনিয়া ছাড়তে হলো। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আপাতত একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।