4:20 pm , August 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাবুগঞ্জে আজ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হবে। বেলা ১০টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব (পিআরএল) মো. আমিনুল ইসলাম খান। প্রধান আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এম অহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক আতিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসাঃ ফারজানা বিনতে ওহাব। সঞ্চালনা করবেন রহমতপুর ইউনিয়ন চেয়ারম্যান মৃধা মুহাম্মাদ আক্তার-উজ-জামান (মিলন)। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক।